রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৬:৪০ অপরাহ্ন
সুজানগরে ডাকাত আটক
সুজানগর প্রতিনিধি : গতরাত ১২ টার দিকে পুলিশ অভিযান চালিয়ে সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কাচুরী এলাকা থেকে ডাকাতি চেষ্টার অভিযোগে ইমরান হোসেন নামক এক যুবককে আটক করেছে ৷ এসময় বাকী ৫ ডাকাত পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ৷
ডাকাত ইমরানের নিকট থেকে এসময় ১৬ রাউন্ড শর্টগানের গুলিসহ অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয় ৷
ইমরান পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কাচিপাড়া গ্রামের শুকুর সর্দারের ছেলে ৷
সুজানগর থানা অফিসার ইনচার্জ নুর ইসলামের নেতৃত্বে ডাকাতির চেষ্টায় ব্যবহৃত দুইটি মটরসাইকেলও জব্দ করা হয় ৷
আটককৃত ব্যক্তির জবানবন্দি অনুযায়ী বাকী ডাকাতদের আটকের চেষ্টা চলছে ৷ স্থানীয়রা জানান, এরা দীর্ঘদিন যাবৎ এরকম অপকর্ম করে আসছিলো ৷ এ ব্যাপারে সুজানগর থানায় একটি মামলা হয়েছে ৷
© All rights reserved 2020 ® newspabna.com