শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ১১:০৩ পূর্বাহ্ন
সুজানগরে পৌর যুবদল নেতা দেহব্যবসায়ীসহ গ্রেফতার
সুজানগর প্রতিনিধি : সুজানগর পৌর যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান বিশ্বাসকে এক দেহব্যবসায়ীসহ গ্রেফতার করেছে পুলিশ। সে পৌরসভার ভবানীপুর গ্রামের চাঁদ আলী বিশ্বাসের ছেলে এবং দেহব্যবসায়ী জলি পৌরসভার মানিকদীর গ্রামের জনৈক গৃহবধু ।
পুলিশ গ্রেফতারকৃতদেরকে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।
সুজানগর থানার ওসি মুহাম্মদ নুর ইসলাম জানান, সোমবার সন্ধ্যার দিকে যুবদলের আহবায়ক সিদ্দিক দেহব্যবসায়ী জলির সাথে তার নিজ বাসায় অবৈধভাবে মেলামেশা করছিল।
স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও সাংবাদিক ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে হাতে নাতে ধরে ফেলে ।
তবে সিদ্দিক ও জলি নিজেদেরকে নির্দোষ বলে দাবী করেন এবং স্থানীয় লোকজনের ষড়যন্ত্রের শিকার বলে জানান। কিন্তু এলাকাবাসী সিদ্দিকের অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ বলে জানান ৷
ওসি আরো জানান, এব্যাপারে সুজানগর থানায় একটি মামলা হয়েছে। পুলিশ গ্রেফতারকৃতদেরকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।
© All rights reserved 2020 ® newspabna.com