রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ১১:০০ অপরাহ্ন
পাবনার সুজানগরে আকাশে মেঘ ডাকলেই বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে। কোনও প্রকার ঝড়-বৃষ্টি না হলেও কেবল মেঘ ডাকার কারণেই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।
গত তিনদিন আগে উপজেলার কোথাও কোনও ঝড় না হলেও কেবল আকাশে একটু মেঘ ডাকার কারণে পর পর দুইদিন ১৬/১৭ ঘন্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। কেবল মেঘ ডাকার কারণে এত দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ থাকায় এলাকার শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিশেষ করে বিদ্যুৎ না থাকার কারণে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের লেখা-পড়া চরমভাবে বিঘ্নিত হচ্ছে।
এলাকার সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন বিদ্যুৎ বিভাগের এমন আচরণ নতুন নয়, প্রত্যেক বছর বৃষ্টির মৌসুম আসলেই তারা ঝড় বৃষ্টির দোহাই দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বন্ধ রাখে।
ইতিমধ্যে বিদ্যুৎ বিভাগের এমন স্বেচ্ছাচারিতার কারণে অনেক গ্রাহক বাধ্য হয়ে বাসা বাড়িতে সৌর বিদ্যুৎ স্থাপন করছেন। ভুক্তভোগী গ্রাহকরা জানান, বিদ্যুৎ বিভাগের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিবাদ করার কেউ নেই। ফলে নিরুপায় হয়ে সৌর বিদ্যুৎ স্থাপন করেছি।
এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়।
© All rights reserved 2021 ® newspabna.com