মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ১২:৫০ অপরাহ্ন
সুজানগর প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ধীন আশ্রয়ণ প্রকল্প-২’র আওতায় ২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সিং’র মাধ্যমে সারা দেশে আনুষ্ঠানিকভাবে ঐ ঘর প্রদান কার্যক্রম উদ্বোধনের পর স্থানীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির উপজেলার মোজাইতপুর মৌজার একটি খাস জমিতে ১৮টি এবং ভায়না মৌজায় ২টিসহ মোট ২০টি সেমিপাকা ঘর ঐ সকল পরিবারকে প্রদান করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলীর সভাপতিত্বে গৃহ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ময়নুল হক সরকার, থানার অফিসার ইনচার্জ বদরুদ্দোজা, উপজেলা প্রকৌশলী আবুল হাশেম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ও সুজানগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।
© All rights reserved 2021 ® newspabna.com