সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৭:৫৯ পূর্বাহ্ন
সুজানগর প্রতিনিধি : পাবনার সুজানগর পৌরসভার নির্বাচন ফের স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আইনি জটিলতা এড়াতে এবার এ পদক্ষেপ নিয়েছে ইসি।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলম সই করা এক নথিতে এ স্থগিতাদেশ দেয়া হয়েছে। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্যও বলেছে ইসি।
এ নিয়ে দ্বিতীয় দফা উক্ত পৌরসভা নির্বাচন স্থগিত করা হলো। প্রথম দফায় দ্বিতীয় ধাপে গত ১৬ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু ঐ একই রিট পিটিশনের প্রেক্ষিতে নির্বাচন স্থগিত করা হয়।
সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ রওশন আলী তৃতীয় ধাপের এ নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নথিতে ইসি বলেছে, গত বছরের ১৫ ডিসেম্বর দেয়া হাইকোর্ট বিভাগের আদেশ চলতি বছরের ৩ জানুয়ারি আপিল বিভাগে স্থগিত হলেও আদেশটি ১৫ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত হাইকোর্ট বিভাগ বহাল ও বলবৎ রেখেছিল মর্মে প্রতীয়মান হয়।
ফলে পরবর্তী আইনগত জটিলতা পরিহারের লক্ষ্যে ২ ডিসেম্বর ঘোষিত তফসিলের সময়সূচিতে ১৫ ডিসেম্বর নির্বাচন সংক্রান্ত কার্যক্রম যে অবস্থায় ছিল সে অবস্থা থেকে শুরু করার জন্য ১১ জানুয়ারি ঘোষিত তাফসিল বাতিল করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিতের জন্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে।
© All rights reserved 2021 ® newspabna.com