শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০৬:১৪ পূর্বাহ্ন
সুজানগর প্রতিনিধি : পাবনার সুজানগর পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হলেন, আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা।
বিএনপির মেয়র পদপ্রার্থী কামরুল হুদা কামাল বিশ্বাস তার মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করায় আওয়ামী লীগ দলীয় মেয়র পদপ্রার্থী রেজাউল করিম রেজা বেসরকারি ভাবে পাবনার সুজানগর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অন্য কোন মেয়র প্রার্থী না থাকায় রেজাউল করিম রেজাকে বেসরকারি ভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
এছাড়া সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনে রীতি অনুসারে নির্বাচন হবে।
উল্লেখ্য, সুজানগর পৌরসভায় দুই দফা নির্বাচন স্থগিত হওয়াতে আবার নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ৩১ মার্চ ।
© All rights reserved 2021 ® newspabna.com