বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৪:০৭ অপরাহ্ন
সুজানগর শিশু বিবাহ রোধে গোল টেবিল বৈঠক
সুজানগর প্রতিনিধি: সুজানগরে শিশু বিবাহ রোধে এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (২১ জুন) দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা দেন উপজেলা চেয়ারম্যন আবুল কাশেম।
উপজেলা নিবার্হী অফিসার এম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মাঝে বক্তৃতা দেন উপজেলা ভাইস চেয়ারম্যন জালাল উদ্দিন ,মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদত হোসেন,শিক্ষা অফিসার সৈয়দা নাগিস সুলতানা ,মহিলা বিষয়ক কর্মকর্তা কার্নিজ আইরিন জাহান,সুজানগর শহিদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনছুর আলী,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল হাই, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এলাকা সমন্বয়কারী শামসুদ্দিন,সুজানগর প্রেস ক্লাবের সভাপতি শেখ তৌফিক হাসান, সাধারন সম্পাদক এম এ আলিম রিপন,আসিয়াবের প্রতিনিধি জেসমিন আরা ,নিকাহ রেজিষ্টার আবু বক্কর সিদ্দিক,জাহাঙ্গির হোসেন,পাবনা প্রতিশ্রুতির প্রতিনিধি শামিমা আক্তার ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের জামাত আলী প্রমুখ । বৈঠকে উপজেলা প্রশাসনের কর্মকর্তা,ইউপি চেয়ারম্যনগন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
© All rights reserved 2020 ® newspabna.com