সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০৩:৩৬ অপরাহ্ন
নিউজ ডেস্ক : পাবনার সাঁথিয়া উপজেলার আর- আতাইকুলা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে শিক্ষার্থীবিহীন এক অদ্ভুত মাদ্রাসার সংবাদ নিউজ পাবনা ডটকম পত্রিকায় প্রকাশের ঘন্টা খানেক পরেই এর তদন্ত শুরু করেছে পাবনা জেলা প্রশাসন।
পাবনা জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত Citizen’s Voice, Pabna ফেসবুক পেজে সংবাদটি শেয়ার দেওয়ার পর সেখানে পাবনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা খাতুন Salma Khatun সাথিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: জাহাঙ্গীর আলমকে Jahangir Alam প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।
সেইসাথে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন জেলা শিক্ষা অফিসার পাবনা নাসির উদ্দিনের Pabna Deo Nasir Uddin.
অপরদিকে পাবনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাকসুদা সিদ্দিকা লেখেন Maksuda Siddika uno সাঁথিয়া বিষয়টি অবগত! তিনি তদন্ত করে বিধি মতে ব্যবস্থা নেবেন বলেছেন।
সাঁথিয়ায় শিক্ষার্থী বিহীন অদ্ভুত এক মাদ্রাসা যেখানে শিক্ষার্থী নেই কিন্তু বেতন তোলেন শিক্ষকরা।
উল্লেখ্য, পাবনার সাঁথিয়া উপজেলার আর- আতাইকুলা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে শিক্ষার্থীবিহীন এক অদ্ভুত মাদ্রাসার খোজ মিলেছে। গত ১৫- ১৬ বছর ধরে মাদ্রাসার কোন কার্যক্রম নেই। একজন ছাত্রও নেই তবে কাগজ কলমে শিক্ষক আছেন ৩ জন এবং তারা নিয়মিত বেতন তুলে খাচ্ছেন।
সংশ্লিষ্ট সংবাদ : সাঁথিয়ায় শিক্ষার্থী বিহীন অদ্ভুত এক মাদ্রাসায় সরকারী টাকা হরিলুট
© All rights reserved 2020 ® newspabna.com