রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০২:২৩ পূর্বাহ্ন
বগুড়ায় নিখোঁজ এক পশু চিকিৎসকের মরদেহ সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শিবগঞ্জ থানার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেফটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত চিকিৎসক কামরুজ্জামান নান্নু (২৬) কাহালু উপজেলার ছোট ভাদাহার গ্রামের কমর উদ্দিন মজনুর ছেলে। তিনি শিবগঞ্জে পশু চিকিৎসক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনদিন আগে নান্নু বাড়ি থেকে নিখোঁজ হয়। শুক্রবার দুপুর ১টার দিকে পার্শ্ববর্তী ছাতুয়া গ্রামের লোকজন প্রাথমিক বিদ্যালয়ের ল্যাট্রিনের সেফটিক ট্যাংকে মানুষের পা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করে।
উদ্ধারের পর নিহতের স্বজনেরা নান্নুর মরদেহটি শনাক্ত করে। পুলিশ ধারণা করছে অপহরণের পর তাকে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে সেফটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে।
শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কোনো ক্লু এখনো জানা যায়নি। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com