বুধবার, ২১ এপ্রিল ২০২১, ১০:৩৯ অপরাহ্ন
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেছেন, স্বাধীনতাবিরোধী আর কাউকে নৈরাজ্য করতে মাঠে নামতে দেয়া হবে না। তারা যেন কোন ধরনের ঘটনা ঘটাতে না পারে সেজন্য আমরা সকলেই মাঠে থাকবো।
তিনি বুধবার সন্ধ্যায় হেফাজতের তাণ্ডবে ধ্বংসযজ্ঞ পরিদর্শন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
ছাত্রলীগ সভাপতি বলেন, স্বাধীনতার মাসে পাকিস্তানের তারা একই কায়দায় ব্রাহ্মণবাড়িয়ায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় এমন কোন জায়গা নেই যে তারা ধ্বংস যজ্ঞ চালায়নি। তিনি বলেন, আমি মনে করি তারা স্বাধীনতাবিরোধী। এই স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিহত করার জন্য আমরা মাঠে আছি। পাকিস্তানি কায়দায় মার্চ মাসে মুজিববর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে বিশ্বাস করে না, সেই স্বাধীনতার পরাজিত শক্তি মার্চ মাসে এই কলঙ্কিত অধ্যায় সৃষ্টি করেছে। দ্রুত সময়ের মধ্যে এই কুলাঙ্গারদের বিচারের আওতায় আনার দাবি জানান।
এসময় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনসহ জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© All rights reserved 2021 ® newspabna.com