সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৯:৪৩ অপরাহ্ন
পাবনা অফিস : পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্মরণে ‘স্বাধীনতা চত্বর’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেন তিনি।
এই স্বাধীনতা চত্বরের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে পাবনায় দিনভর ছিল উৎসবের আমেজ। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল মানুষের মনে।
আধুনিকায়নের পর এটি হলো উত্তরবঙ্গ তথা দেশের অন্যতম স্বাধীনতা চত্ত্বর, যেখানে প্রতিটি ইট পাথরের ডিজাউনে মহান মুক্তিযুদ্ধ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২টি উক্তিসহ ৭ মার্চের ভাষণ, স্বাধীনতা সংগ্রাম এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামের ইতিহাস বিদ্যমান।
উল্লেখ্য, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পাবনা জেলা ছাত্রলীগ, যুবলীগের সভাপতি ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাবনা জেলা মুক্তিবাহিনী এবং মুজিব বাহিনীর পাবনা অঞ্চলের প্রধান ছিলেন তিনি। তিনি পাবনা টাউন হল মাঠে পাকিস্তানি পতাকা ছিঁড়ে ফেলে দিয়ে বাংলাদেশের পতাকা উড়ান।
পরবর্তীতে পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ১৯৮৬ সালে আওয়ামী লীগের মনোনয়নের এমপি হন রফিকুল ইসলাম।
দলীয় কোন্দলের কারণে তিনি ১৯৯৩ সালে বিএনপিতে যোগ দেন এবং পাবনা জেলা বিএনপির সভাপতি এবং ১৯৯৬ সালে এমপি নির্বাচিন হন।
২০০০ সালের ১০ নভেম্বর পাবনা-ঢাকা মহাসড়কের সিরাজগঞ্জের কোনাবাড়ীতে এক সড়ক দুঘটনায় তিনি মারা যান।
© All rights reserved 2021 ® newspabna.com