মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৪:৪৫ পূর্বাহ্ন
ঢালিউডের আলোচিত সমালোচিত ও জনপ্রিয় জুটি ছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। হঠাৎই তাদের বিয়ের খবর আসে মিডিয়ায় আবার হঠাৎই বিচ্ছেদও হয়।
তিন বছর আগে শাকিব-অপুর বিচ্ছেদ হয়েছে। অথচ সম্প্রতি প্রযোজক সমিতির সদস্যপদ পেতে আবেদনপত্রে চিত্রনায়িকা অপু বিশ্বাস তার স্বামীর নামের জায়গায় নাম লিখেছেন শাকিব খানের। পরে যাচাই-বাছাইয়ে আটকে যায় অপুর আবেদন। তবে তথ্য সংশোধন করে জমা দেওয়ার পর সদস্যপদ পান অপু বিশ্বাস।
প্রযোজক-পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম একটি জাতীয় দৈনিককে জানান, সাধারণত কাউকে চলচ্চিত্রের প্রযোজক হিসেবে নাম নিবন্ধন করতে হলে এক লাখ তিন হাজার টাকা ফি দিতে হয়। কিন্তু কোনো প্রযোজকের স্বামী বা স্ত্রী বা সন্তান হলে তিনি মাত্র ১১ হাজার টাকা ফি দিয়েই এই সদস্যপদ লাভ করার সুযোগটা পেতে পারেন।
শামসুল আলম মনে করেন, এই সুযোগটাই নিতে চেয়েছিলেন অপু। সন্তান আব্রাম খান জয় এবং নিজের নামের সঙ্গে মিল রেখে প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছেন অপু বিশ্বাস। ‘অপু-জয় প্রোডাকশন হাউস’ এর ব্যানারে ‘অভিমান’ নামে একটি ছবির নামও নিবন্ধন করেছেন তিনি।
© All rights reserved 2020 ® newspabna.com