মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৯:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি : দেশের অন্যান্য স্থানের মত পাবনাতেও শীত আসছে। শীতের শুরুতে দেশে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা।
এ অবস্থায়ও স্বাস্থ্যবিধি মানছেন না পাবনার মানুষ।
স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের নানা কার্যক্রমকে তোয়াক্কা করছেন না তারা। এদিকে, পাবনায় করোনা চিকিৎসায় হাসপাতালে নেই পর্যাপ্ত আইসিইউ, সিসিইউ ও পিসিআর ল্যাব সুবিধা।
ফলে দ্বিতীয় ঢেউ নিয়ে বেড়েছে শঙ্কা।
২৩শ ৭১ বর্গ কিলোমিটার আয়তনের পাবনা জেলায় প্রায় ২২ লাখের বেশি মানুষের বসবাস। শীতের সাথে এ জেলাতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
যদিও পাবনায় বর্তমানে কতজন করোনা আক্রান্তের সংখ্যা তা বলা সম্ভব নয়, কারন পাবনা জেলা সিভিল সার্জন অফিস থেকে কোভিড-১৯ আক্রান্তের কোন তথ্য গণমাধ্যমে সরবরাহ করা হয় না।
করোনা পরীক্ষার জন্য জেলায় এখনও স্থাপিত হয়নি পিসিআর ল্যাব। মুমূর্ষু রোগীদের জন্য নেই আইসিইউ ও সিসিইউ। এই অবস্থায়ও স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা করছেন না সাধারণ মানুষ।
মানুষের এমন অসচেতনতায় চিন্তিত সচেতন নাগরিকরা।
তারা মনে করছেন, শীতে ধূলাবালীর যে অবস্থা তার ফলে এমনিতেই মাস্ক বাধ্যতামূলক হওয়া দরকার। স্বাস্থ্যবিধি মেনে চলতে পারলে এই মহামারীটা ক্ষতি করতে পারবে না বলেও মনে করছেন তারা।
এদিকে একটি অসমর্থিত সূত্র বলছে বর্তমানে প্রতিদিন অর্ধশতাধিক রোগী করোনা পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন।
© All rights reserved 2020 ® newspabna.com