বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ১১:৫৯ পূর্বাহ্ন
একটানা ৬৬ দিন বন্ধের পর রবিবার সকাল ৭টায় রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেস। গত ২৫ মার্চ থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ের সব রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল।
জানা যায়, রাজশাহী রেলওয়ে স্টেশনে জীবাণুনাশক কক্ষের মধ্যে দিয়ে প্রবেশ, হাত স্যানিটাইজেশন ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখাসহ ১৯ দফা নির্দেশনা দিয়ে যাত্রীদের প্রথমবারের মতো ট্রেনে উঠতে হয়। যাত্রার আগে ওয়াশপিটে পরিচ্ছন্নতার পাশাপাশি জীবাণুমুক্ত করা হয় ট্রেনের ভেতর ও বাইরে। যাত্রীরা সুশৃংখলভাবে স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। তবে ট্রেনে ওঠার সময় কিছুটা বিশৃঙ্খলা হয়। এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও জিআরপি থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং নিরাপদ শারীরিক দূরত্ব মেনে ট্রেনে ওঠার বিষয়টি নিশ্চিত করে। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে নির্ধারিত সময়েই ছেড়েছে বনলতা এক্সপ্রেস।
এছাড়া ট্রেনের মধ্যে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে একটি সিট ফাঁকা রেখে আরেকটি সিটের টিকিট বিক্রি করা হয়। তাই নতুন সিট প্ল্যান অনুযায়ী ফাঁকা ফাঁকা করে কভার যুক্ত সিটে বসে ভ্রমণ করতে পারছে যাত্রীরা। রবিবার ট্রেনের মধ্যে কোনো হকার উঠতে দেওয়া হয়নি।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুল করিম জানান, রবিবার বনলতা এক্সপ্রেসসহ চারটি ট্রেন চলাচল শুরু হলো। ৩ জুন দ্বিতীয় দফায় কিছু রুটের ট্রেন চলাচল শুরু হবে। যাত্রী সুরক্ষা বিবেচনায় অর্ধেক টিকেটের পুরোটাই অনলাইনে বিক্রি হয়েছে। অপর তিনটি ট্রেন হচ্ছে, লালমনি এক্সপ্রেস (লালমনিরহাট-ঢাকা) ও চিত্রা আন্তঃনগর এক্সপ্রেস (খুলনা-ঢাকা) ও পঞ্চগড় এক্সপ্রেস (পঞ্চগড়-ঢাকা)।
© All rights reserved 2020 ® newspabna.com