শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০১:৩৮ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : সিরাজগঞ্জ থেকে ঢাকা আসার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তরুণ চিত্রগ্রাহক অনিমেষ রাহাত। ২০ জানুয়ারি (বুধবার) মোটরসাইকেলে ঢাকায় আসছিলেন তিনি। ভোর ৬টার দিকে দুর্ঘটনায় মারা যান। তার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল।
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নেয়ামূল লিখেন, রাহাত আর দেখা হবে না তোমার সঙ্গে, গত ৯-১০ তারিখ এফডিসিতে ৯ নম্বর ফ্লোরে কি পরিশ্রম করে ‘গাংচিল’ এর শুটিং করলা। আল্লাহ তোমাকে বেহেশত নসিব করুক আমিন।
জানতে চাইলে নঈম ইমতিয়াজ নেয়ামূল বলেন, সকালে আমার বন্ধু আজাদ ফোন দিয়ে এ তথ্যটি দিলেন। খুবই খারাপ লাগছে বিষয়টি শুনে।
অনিমেষ রাহাতের বন্ধু শেখ সমুদ্র বলেন, বাইকে করে সিরাজগঞ্জ থেকে ঢাকা আসছিল রাহাত। আসার পথে পেছন থেকে তাকে বহনকারী বাইককে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে পড়ে গেলে রাহাত মাথায় প্রচণ্ড আঘাত পায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দীর্ঘদিন কলকাতায় এসকে মুভিজে ক্যামেরা সহকারী হিসেবে কাজ করেছেন অনিমেষ রাহাত। দেশে ফিরে প্রধান চিত্রগ্রাহক হিসেবে কাজ শুরু করেন তিনি। ‘ডুব’, ‘গাঙচিল’, ‘মুক্তি’ সিনেমায় ক্যামেরা চালিয়েছেন রাহাত। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চিত্রগ্রাহকদের মাঝে।
© All rights reserved 2021 ® newspabna.com