শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১, ০৮:২৪ অপরাহ্ন
শহর প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থী হাজারী জাকির হোসেন চুন্নু হাজারীর কর্মী সমর্থকদের উপর হামলা ও গুলি বর্ষনের প্রতিবাদে জেলা বিএনপির সংবাদ সম্মেলন করেছে।
বুধবার (৪ মে) রাতে পাবনা জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কেএস মাহমুদের বাসায় এই সংবাদ সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মাসুম বগার লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রদল সভাপতি ইলিয়াস আহমেদ হিমেল রানা।
এ সময় আরও বক্তব্য রাখেন, পাবনা জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কেএস মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মাসুম বগা ও ছাত্রদল সভাপতি ইলিয়াস আহমেদ হিমেল রানা।
সংবাদ সম্মেলনে তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেন, মঙ্গলবার (৩ মে)সকালে নাজিরগঞ্জের গোয়াড়িয়া বাজারে সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী হাজারী জাকির হোসেন চুন্নুর কর্মী সমর্থকদের উপর সরকারি দলের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে নির্বাচনী অফিস ও প্রচার মাইক ভাংচুর ও নির্বিচারে গুলি চালায়।
এতে স্কুল ছাত্রসহ প্রায় ৩০ জন আহত হয়। গুরুতর আহত উদয়পুর হাই স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র উদয়পুর গ্রামের আলম শেখের ছেলে রিপন(১৪), নরসিংহপুর গ্রামের ভানু বিশ্বাসের ছেলে ইউনুচ বিশ্বাস (৫৫), নওয়াগ্রামের বাহাদুর আলী মন্ডলের ছেলে আলমগীর (৩৪), ওয়াকিল উদ্দিনের ছেলে হাকিম(৬৫), হাকিম শেখের ছেলে লিটন (৩০), রামনগর গ্রামের সরদ মোল্লা ছেলে সবুজ (২৫), ইন্দ্রজিৎপুর গ্রামের শফি প্রাং ছেলে আছলাম (১৮), হাতেম প্রাং ছেলে তমছের প্রাং (২১), লুকমান প্রাং ছেলে শহিদুল (২৭), উদয়পুর গ্রামের শহীদ মন্ডলের ছেলে ইউছুব (২৮), শাহাদৎ খানের ছেলে মতিন (২১), ইবাদত আলীর ছেলে হামিদ (৩৫), বাতেন মন্ডলের ছেলে রাজ্জাক(১৬), হাবিবুর রহমানের ছেলে কামরুল (১৩), মহরফ আলীর ছেলে আমিরুল (২৭), আব্দুল হাই মল্লিকের ছেলে আছাদুজ্জামান (১২), হোসেন আলির ছেলে শামছুর(১২), গোয়ারিয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে বাতেন (৪০), তাহের প্রাং এর কালাচান প্রাং(৪০), আব্দুল বাতেন (৪০), আছের প্রাং (১৫), সামসুর রহমান (৩০), আসাদুজ্জামান (২২), আমিরুল ইসলাম (২৭), মমিলুর ইসলাম (১৩), লিটন শেখ (৩০), সবুজ (২৫), শহিদুল ইসলাম (২৭ ) আহতদের পাবনার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা অবিলম্বে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবী করে হামলাকারীদের গ্রেফতার দাবী করেন।
পাবনা জেলা বিএনপির সহসভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার, আলহাজ তৌফিক হাবিব, অ্যাডভোকেট মাসুদ খন্দকার, শেখ তুহিন, অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহিন, আনিসুল হক বাবু, মনোয়ার শামিম, মোসাব্বির হোসেন সঞ্জু, মোশারোফ হোসেন মোশা, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© All rights reserved 2020 ® newspabna.com