বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৬:৫২ পূর্বাহ্ন
বার্তাকক্ষ : হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর শারীরিক অবস্থা সংকটাপন্ন।
শনিবার সকালে নূর হোসাইন কাসেমীর প্রেস সেক্রেটারি মুনির আহমেদ যুগান্তরকে বলেন, হুজুরের শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। আইসিইউতে তার চিকিৎসা চলছে।
নূর হোসাইন কাসেমীর চিকিৎসার জন্য আজ শনিবার মেডিকেল বোর্ড বসবে বলেও জানান তিনি।
গত ১ ডিসেম্বর শ্বাসকষ্ট হওয়ায় হেফাজতের এই নেতাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার রোগমুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে।
নূর হোসাইন কাসেমী হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালন করছিলেন। সংগঠনের আমির আল্লামা আহমদ শফীর মৃত্যুর পর গত ১৫ নভেম্বর নতুন করে কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আল্লামা বাবুনগরীকে আমির ও নূর হোসাইন কাসেমীকে মহাসচিব নির্বাচিত করা হয়।
আল্লামা নূর হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহসভাপতি ও আল-হাইয়া বোর্ডেরও কো-চেয়ারম্যান।
© All rights reserved 2020 ® newspabna.com