সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৮:৩৪ পূর্বাহ্ন
পৌর এলাকার ছাতিয়ানী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে তাদের আটক করা হয়। আটক দুই মাদক ব্যবসায়ী হলো- পশ্চিম ছাতিয়ানী এলাকার মৃত তোরাব আলী শেখের ছেলে আজমত আলী শেখ (৫২) ও শমসের শেখের স্ত্রী গেদন বেগম (৪৫)।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আহম্মেদ আলী বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএডি এনামুল হক এর নেতৃত্বে ছাতিয়ানী পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। অভিযানে ঘটনাস্থল থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক ও ২১ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রয়লব্ধ নগদ ৭ হাজার ৬৮০ টাকা উদ্ধার করে।
এ ঘটনায় সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com