রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৬:০৮ অপরাহ্ন
১১ ডিসেম্বর শুরু হবে বিপিএলের পরবর্তী আসর। তবে ড্রাফটের তারিখ দুদিন পিছিয়ে হবে ১৭ নভেম্বর।২-৩ দিনের মধ্যে প্রকাশ করে করা হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম ও কোচিং স্টাফ। এদিকে সাকিব আল হাসানের শাস্তি কমানোর বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান।
রাজকোটে বাংলাদেশ যখন দ্বিতীয় টি টোয়েন্টির ছক কষছে, তখন বিসিবিতে বিপিএল নিয়ে আলোচনায় সভাপতিসহ বোর্ড কর্তারা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কাউন্টডাউনের দিন টুর্ণামেন্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা সবারই জানা।
তবে এদিন চূড়ান্ত হলো ড্রাফট ও টুর্নামেন্ট শুরুর তারিখ। সেই সাথে ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম, কোচিং স্টাফও প্রকাশ হবে ২-৩ দিনের মধ্যেই। ৭ দলের পাঁচটির স্পন্সর চূড়ান্ত, বাকি দুটো থাকবে বিসিবির ব্যানারে।
সাকিব আল হাসানের শাস্তি কমানো যায় কিনা তা নিয়েও কাজ করছে বিসিবি। তবে সবকিছুই হবে সাকিবের সাথে আলোচনা করে। বিসিবি নিজে থেকে উদ্যোগ নিলে ঝুঁকির আশঙ্কা করছেন বোর্ড সভাপতি।
বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, ক্যাসিনো কান্ডে কারাগারে বিসিবি পরিচালক লোকমান ভূঁইয়ার বিষয়ে এখনই কোন সিদ্ধান্ত নিতে পারছে না বিসিবি। নির্বাচিত পরিচালককে বরখাস্ত করলে আইসিসির রোষানলে পরার সম্ভাবনাও আছে।
© All rights reserved 2020 ® newspabna.com