শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৫:৩৪ অপরাহ্ন
১ কেজি ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার, ৪ আসামির কারাদন্ড
শহর প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার (০৪ আগষ্ট) দিনব্যাপী মাদক বিরোধী অভিযানে ১ কেজি ৬৫০ গ্রামসহ গাঁজাসহ ৪ আসামিকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকবল।
এ অভিযান পরিচালিত হয় পাবনা সদর থানার বিভিন্ন এলাকায়। নির্বাহী ম্যাজিষ্টেট আরাফাত রহমানের নেতৃত্বে অধিদপ্তরের পরিদর্শক কাজী হাবিবুর রহমান দপ্তরের ষ্টাফসহ এই অভিযান পরিচালন করেন।
এসময়ে আরিফপুরের মরহুম আবু শেখের ছেলে মোঃ সিরাজ (৪৫), মহেন্দ্রপুরের মরহুম আব্দুস সালামের ছেলে আব্দুল খালেক (৫২), নুরপুরের মরহুম সিরাজুল ইসলামের ছেলে গোলাম মওলা (৪০) ও মালিগাছার গ্রামের মজিবর প্রামানিকের স্ত্রী রেখা বেগম (৫০)।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত রহমান আটককৃত সিরাজ, খালেক ও মাওলাকে ৬ মাস করে কারাদন্ড প্রদান করেন।
© All rights reserved 2020 ® newspabna.com