রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৬:১৬ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলোয়াড় নিলামে ৩ কোটি বিশ লাখ রুপিতে সাকিব আল হাসানকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) চেন্নাইতে অনুষ্ঠিত ১৪তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলোয়াড় নিলামে তাকে নেয় কলকাতা।
এদিন নিলামে উঠে ২৮৩ জন বিদেশি ক্রিকেটার। এর মধ্যে বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ছাড়াও রয়েছেন- মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান এবং মোহাম্মদ সাইফউদ্দিন।
সাকিব আল হাসান ছিলেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের এগারো জনের ভেতর। বিশ্বসেরা এই অল-রাউন্ডারের ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি। মাহমুদউল্লাহ ৭৫ লাখ রুপি, মোস্তাফিজ ৫০ লাখ এবং সাইফউদ্দিন রয়েছেন ৫০ লাখ রুপির তালিকায়।
আইপিএলের আসন্ন আসর অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল থেকে, শেষ হবে ৬ জুন। এই সময়ে বাংলাদেশের আন্তর্জাতিক সূচি থাকবে ব্যস্ত। কেন না, এপ্রিলে ২ টেস্ট ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর এবং মে মাসে শ্রীলংকার বিপক্ষে দেশে খেলবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।
© All rights reserved 2021 ® newspabna.com