সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ১০:৩৭ অপরাহ্ন
বার্তা সংস্থা পিপ, পাবনা : ৪শ কোটি টাকা লোকসানসহ আরও বেশ কয়েকটি কারণে অবশেষে বন্ধ করে দেওয়া হয়েছে পাবনা সুগার মিল (পাসুমি)।
একই সাথে দেশের আরও ৫টি সুগার মিল বন্ধ ঘোষণা করা হয়েছে।
মিলবন্ধের প্রতিবাদে ও মিল চালুর দাবিতে কয়েক দফা বিক্ষোভ ও সুগারমিল গেটে সভা করেছে শ্রমিক কর্মচারী, আখচাষি ও পাওনাদাররা।
তারা পাবনা-দাশুড়িয়া মহাসড়কে কয়েক দফা অরবোধ সৃষ্টির চেষ্টা করেও পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।
আজ বুধবার (০২ ডিসেম্বর) দুপুরে পাবনা সুগার মিল বন্ধের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন পাবনা সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফ উদ্দিন আহম্মেদ।
© All rights reserved 2020 ® newspabna.com