বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০২:৪৬ পূর্বাহ্ন
“মায়ার বাঁধন” নাটকের একটি দৃশ্য
বিনোদন ডেস্ক : আগামী ৬ ই মে থেকে বৈশাখী টিভিতে শুরু হচ্ছে দেশের প্রথম বিরতীহীন ধারাবাহিক “মায়ার বাঁধন”। ফারস্পিড এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন সুস্ময় সুমন।
অভিনয়ে নওশীন, ইন্তেখাব দিনার, হাসান ইমাম, মো মো মোরশেদ, আসিফ স্বরুপ, জেরিন, শিশুশিল্পী অহনা সহ আরো অনেকে। প্রধান সহকারী পরিচালক হিসেবে জাফর ইকবাল এবং সহকারী পরিচালক হিসেবে রেজওয়াদুদ মাহিন, হাসিবুর রহমান ও সাঈম শামস কাজ করেছেন। চিত্রগ্রহন করেছেন মো স্বপন। আগামী ৬ ই মে থেকে প্রতি শুক্র ও শনিবার রাত ৯ টা ১৫ মিনিটে ধারাবাহিকটি বিরতীহীনভাবে প্রচারিত হবে বৈশাখী টিভির পর্দায়।
© All rights reserved 2020 ® newspabna.com