রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৯:১৭ অপরাহ্ন
৬ দফা দাবিতে পাসুমির কর্মচারীদের বিক্ষোভ মিছিল
শহর প্রতিনিধিঃ সর্বনিম্ন ৮ হাজার ৭৫০ টাকা এবং সর্বোচ্চ ১৩ হাজার ৫শ টাকা প্রারম্ভিক মজুরী নির্ধারন করে জাতীয় মজুরী স্কেল ঘোষনা ও বাস্তবায়ন,সংস্থার সদর দপ্তরের ন্যায় সকলের জন্য পেনশন পদ্ধতিতে গ্রাচ্যুইটিসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে পাবনা সুগার মিলের কর্মচারীরা।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে পাবনা সুগার মিলস্ ওয়ার্কাস ইউনিয়নের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পথসভা করে এবং জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করে।
পাসুমি ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান আরিফ ও সাধারন সম্পাদক আহম্মদ আলীর নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন ইউনিয়নের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন, সাবেক সাধারন সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল, বর্তমান কমিটির যুগ্ন সম্পাদক রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক আইনুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু প্রমূখ।
জেলা প্রশাসককে দেওয়া স্মারকলিপিতে প্রস্তাবিত জাতীয় মজুরী স্কেল বাস্তবায়ন, শ্রমিকদের জন্য পেনশন পদ্ধতিতে গ্রাচ্যুইটি নির্ধারন, নারী শ্রমিক কর্মচারীদের প্রসূতি ছুটি ছয় মাস নির্ধারন, রাষ্ট্রায়ত্ব কারখানার শ্রমিকদের অবসরের বয়স বৃদ্ধিকরণ, কারখানার কর্মচারীদের সমন্বয়সহ লাম্প গ্রান্ট প্রদান ও শ্রমিকদের জন্য নববর্ষভাতা ও সমন্বয় সাপেক্ষে আহরিত মজুরীর অর্ধ শতাংশ হারে প্রতি মাসে অগ্রীম প্রদানের দাবি জানানো হয়।
আগামী মে মাসের মধ্যে দাবি না মানলে আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানানো হয় স্মারকলিপিতে।
© All rights reserved 2020 ® newspabna.com