শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১১:৫৪ পূর্বাহ্ন
বার্তা সংস্থা পিপ, পাবনা : ভাষা সৈনিক, কলামিষ্ট ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র বলেছেন, ৭৩ বছর পরেও ভাষা আন্দোলনের সৈনিক এবং অবদানকারীদের স্বীকৃতি মেলেনি। এটা জাতির জন্য একটি মর্মবেদনার বিষয়।
তিনি বলেন, ভাষা আন্দোলনের হাত ধরেই বাংলাদেশের সৃষ্টি হয়েছে; ভাষা আন্দোলনকে খাটো করে দেখার সুযোগ নেই।
রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে পাবনা প্রেসক্লাবের উদ্যোগে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে পাবনা প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাষা সৈনিক, কলামিষ্ট ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র এসব কথা বলেন।
পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সহসভাপতি শহিদুর রহমান শহীদ, পাবনা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আহমেদ হুমায়ুন কবীর তপু প্রমুখ।
অনুষ্ঠান শুরুর আগে ভাষা আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে আত্মদানের জন্য তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
© All rights reserved 2021 ® newspabna.com