বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৭:২৭ অপরাহ্ন
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী বলেছেন, জাতীয় হেল্পলাইন ৯৯৯ নম্বরে এ পর্যন্ত দুই কোটির বেশি ফোন এসেছে। ফোন পেয়ে আমরা এ পর্যন্ত দুই বছরে ৫৮ লাখ মানুষকে সহায়তা দিতে পেরেছি।
শুক্রবার রাজধানীর গুলশানে শহীদ তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল পার্কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ‘সবাই মিলে সবার ঢাকা, নারী-পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, গত দুই বছরে ৯৯৯ হেল্পলাইনে দুই কোটির বেশি লোক কল করে সহায়তা চেয়েছেন। যার মধ্যে ৪০ শতাংশ ছিল নারী। এর মধ্যে আমরা ৫৮ লাখ লোককে সহায়তা দিতে পেরেছি। এটি বাংলাদেশ পুলিশের জন্য অনেক বড় একটি সাফল্য।
পুলিশপ্রধান আরও বলেন, আমরা জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি। আমরা নিরাপদ দেশ, নিরাপদ জাতি, নিরাপদ নারী-পুরুষ সমাজ গড়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান প্রমুখ।
© All rights reserved 2020 ® newspabna.com