News Pabna
ঢাকাসোমবার , ১০ অক্টোবর ২০২২

পাবনায় ব্যাপকভাবে চোখের ভাইরাস ছড়িয়ে পড়েছে

পাবনা প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২২ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

পাবনা প্রতিনিধি: পাবনার বিভিন্ন উপজেলায় ব্যাপকভাবে চোখের ভাইরাস ছড়িয়ে পড়েছে। শিশু থেকে বয়স্ক সব বয়সের মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। চোখ লাল হওয়া, পানি পড়া ও চুলকানো এই ভাইরাসের প্রধান লক্ষন।

সাথে হালকা জ্বরও হচ্ছে, এদিকে ঔষধের দোকানগুলোতে চোখের ড্রপের দুষ্প্রাপ্যতা দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় ডাক্তারসহ স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিন প্রায় শতাধিক শিশু ও বয়স্ক চোখ ওঠা রোগীর সমাগম ঘটছে। এ কারণে স্থানীয় ঔষধের দোকানগুলোতে চোখের ড্রপের প্রচুর বেচা-কেনায় দুষ্প্রাপ্যতা দেখা দিয়েছে।

error: Content is protected !!