News Pabna
ঢাকামঙ্গলবার , ৫ জুলাই ২০২২

ফেসবুক মেসেঞ্জারে বিভ্রাট

ডেস্ক নিউজ
জুলাই ৫, ২০২২ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেজিং অ্যাপস ‘মেসেঞ্জার’ ব্যবহারে মঙ্গলবার রাতে কিছু সময়ের জন্য সমস্যা দেখা দেয়। বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে কিছু সময়ের জন্য ব্যবহারকারীরা মেসেঞ্জার ব্যবহার করতে পারছিলেন না।

এ সময় অবশ্য ফেসবুক ব্যবহারে কোনো সমস্যা হচ্ছিল না।

প্রায় ১০ মিনিট মেসেঞ্জারে এরকম বিভ্রাট ছিল। ওই সময়টায় মেসেঞ্জারে ঢোকার চেষ্টা করলে ফেসবুক থেকে বার্তা দেওয়া হয়, ‘দুঃখিত কোথাও সমস্যা হচ্ছে। আমরা দ্রুত সময়ের মধ্যে এটি সমাধান করা যায় সেই চেষ্টা করছি।’

কিছুক্ষণ পর সমস্যাটির সমাধান হয় এবং মেসেঞ্জার ব্যবহারে যে বিভ্রাট দেখা দেয় সেটি চলে যায়।