শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৭:৩০ অপরাহ্ন
শহর প্রতিনিধি : পাবনা শহরের আইসক্রিম ফ্যাক্টরীগুলোতে মানবদেহের জন্য ক্ষতিকর রং ও কেমিক্যাল মেশানো হয়, এমন খবরের ভিত্তিতে বিভিন্ন আইসক্রিম কোম্পানীতে মঙ্গলবার অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন।
তারা প্রথমেই বিসিক শিল্প নগরীর বিভিন্ন আইসক্রিম ফ্যাকক্টরীতে অভিযান চালায়।
এসময় মানবদেহের জন্য ক্ষতিকর কৃত্রিম রং ব্যবহার করায় বেশ কয়েকটি ফ্যাক্টরী থেকে আইসক্রিম জব্দ করে ফেলে দেয়।
এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ -র ৪৩ ধারায় জরিমানা করা হয় ফ্যাক্টরী মালিকদের।
জেলা প্রশাসনের পক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ম্যাজিষ্ট্রেট যথাক্রমে তামান্না নাসিরন ঊর্মি, আজগর হোসেন, মোস্তফা জাবেদ কায়সার ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালমা খাতুন জানান, সাধারন মানুষের স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি জানান, গত মাসে প্রশাসন বিভিন্ন অভিযানের পাশাপাশি খাদ্য সংশ্লিষ্ট ৯৪ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে এবং এমন অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved 2020 ® newspabna.com